এই সরকার আমাদের বন্ধু- আল্লামা শফী
লিখেছেন লিখেছেন রাফসান ১২ এপ্রিল, ২০১৪, ১১:৪১:১৮ সকাল
হেফাজতে ইসলাম আলোচনায় আসার পর থেকে গতকাল পর্যন্ত হেফাজতের আমির আমার শ্রদ্ধেয় গুরুভাজন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শাহ আহমদ শফি'র নাম ব্যাবহারের ক্ষেত্রে 'প্রথম আলো', 'bdnews24' এবং 'banglanews24' কোনদিনই 'আল্লামা' শব্দটি ব্যাবহার করে নাই । কারন হচ্ছে, আল্লামা শব্দটির অর্থ, জ্ঞানী । অর্থাত্ তাকে আল্লামা বলা মানে, তাকে জ্ঞানী বলে স্বীকার করে নেওয়া । কিন্তু আশ্চর্জনক বিষয় হচ্ছে, গতকাল চট্টগ্রামে হেফাজতে ইসলাম আহুত 'শানে রিসালাত' সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফী'র পুরো বক্তব্যকে খন্ডিত করে কয়েকটি আলাদা ভাগে প্রথমেই bdnews24 এবং যথাক্রমে বাকিরাও আল্লামা শফির ব্যাপারে বিদ্বেষ ছড়াচ্ছেন । যে প্রথম আলো 'হেফাজত' আর 'শফী' এই শব্দ দুটোকে যমের মত ভয় পায় তারাও আজ একদম প্রথম পাতায় "হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী" সম্বোধন করে অত্যন্ত করুণা দিয়ে উদ্দ্যেশ্যমূলক শিরোনামে নিউজ ছেপেছে । এবার দেখা যাক আল্লামা শাহ আহমদ শফি হুযুর কালকে কি বলেছেন, তিনি বলেছেনঃ "হাসিনা সরকারকেও ধন্যবাদ দিতেছি, আমাদের কে ২/৩ বার ঘুরাইয়া পিরাইয়া হলেও অনুমতি দিছে, কি দিছে ? অনুমতি দিছে; তাই উনার জন্য ও দোয়া করছি আল্লাহ ওনাকে হেদায়েত করুক ৷ (এখানে) হাসিনার ভক্তরা আছেন ? হাসিনার ভক্তরা অদে- অদে (যেভাবে বলছি সেই ভাবে) পৌছায়া দিবেন, এখানে কোনো রদবদল করবেন না ৷ আমি কি দোয়া করতেছি, আমাদের অনুমতি দিছে ওয়াজ নসিহত করার জন্য, ওনাকেও আল্লাহ তা'আলা হেদায়েত করুক ৷ এই কথাটা পৌছায়া দিবেন নি ? না বলবেন সরকার বিরোধী বয়ান করেছে !! এই কথা বলবেন নি কোনো ? এই সরকারী ভাইয়েরা আপনারাও এই কথাটা পৌছায়া দিবেন । আওয়ামীলীগ আমাদের দুশমন না, ছাত্রলীগ দুশমন না, হাসিনা দুশমন না, (তাদের) কোনদিন গালাগালি করছি ? হে ছাত্রলীগের ভাইয়েরা, নাতি পতির সমান হবেন আপনারা ৷ আপনাদের জন্য দোয়া করতেছি, আলেম ওলামাদের দিকে বড় বড় চোখ করে দেখে বদদোয়া নেবেন না, বদদোয়া নেবেন না, আমরা তোমাদের গালাগালি করিনা, আমাদেরকে গালাগালি করতেছ ৷ আমার কথা বুজা যাইতেছে ? আল্লাহ তাদেরকেও হেদায়েত করো আমাদেরকেও হেদায়েত করো ৷ আল্লাহ বাংলাদেশকেও তুমি হেফাজত করো, দুশমন থেকে হেফাজত করো, বাংলাদেশকে হেফাজত করো, যারা বেবসায়ী ভাই তারা শান্তিতে নাই, তাদের ইনপোর্ট- এক্সপোর্ট ভালো ভাবে চলতেছে না আল্লাহ সব দিক দিয়ে বাংলাদেশকে শান্তি করে দাও, বাংলাদেশকে হেফাজত করো ৷" তার বক্তব্যে এতগুলো পজেটিভ কথা থাকলেও শুধুমাত্র তার সম্পর্কে কিছু সরলমনা লোকের মনে বিভ্রান্তি ছড়াতে আমাদের মিডিয়া যে বিষবাষ্প ছেড়েছে তা দারুণভাবে কাজও করেছে । কিন্তু সত্য তো আর চাপা থাকে না । মিডিয়ার ভন্ডামিও তাই চাপা থাকলো না । মুসলিম বাংলা ব্লগের সিনিয়র সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অনলাইন বিষয়ক সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার ভাই একদম মন্ঞ্চের সামনে থেকে গতকালকের পুরো সম্মেলন ভিডিও আকারে রেকর্ড করেছেন । এরপরেও আপনাদের কারো মনে কোনধরনের বিভ্রান্তি থাকলে আপনারা গতকালকের অনুষ্ঠানের আনকাট ভিডিও তার কাছ থেকে নিয়ে নিতে পারেন ।@
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালাম পাইলে শিবাজী।
নাসিরুদ্দীন চাচ্চু, ফরিদ রেজা মহাসাগর, ষাঁড় জাফর ইকবাল আর শাহরীয়ার কবিরের হাতে মার খাইলেও এই হুজুরেরা বইলা বসবে লাক্স সুপার স্টার বানাইতে থাকেন। আমনেদের সাথে আমাদের কুন দুষমনি নাই, আছে মহা বন্ধুত্ব।
সত্য প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন